শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০

চাঁদপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সেলিম রেজা ॥
চাঁদপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চাঁদপুর-লাকসাম রেলপথে রেলওয়ের মালিকানাধীন সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২৮ মে মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মোঃ ইকবালের নেতৃত্বে শ্রমিকরা উচ্ছেদ অভিযান করে। এ সময় চাঁদপুর স্টেশনের দক্ষিণে ভিআইপিঘাট সংলগ্ন প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়। এর পূর্বে স্টেশন এলাকার বিভিন্ন অংশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলেও দখলে থাকা লোকদেরকে সতর্ক করে দেয়া হয়।

কানুনগো মোঃ ইকবাল জানান, ২৭ মে থেকে উচ্ছেদ অভিযানের কর্মসূচি ঠিক হয়। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার অভিযান করা সম্ভব হয়নি। আজকে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে উচ্ছেদ কার্যক্রম তত্ত্বাবধানের জন্যে সকালে চাঁদপুরে আসেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

এর আগে গত ২৩ মে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব সতর্কতা হিসেবে চাঁদপুর শহরে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ এলাকায় মাইকিং করে। যাতে করে অবৈধ দখলে থাকা লোকজন তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়