প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা সানারপাড় থেকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এএসআই মিজান দক্ষতার পরিচয় দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকা সানারপাড়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মামুন গাজী (৩২)কে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসে।
পুলিশের হাতে আটক হওয়া মামুন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের গাজি বাড়ির মনজুর গাজীর ছেলে।
২০১৯ সালে শিশু হত্যা চেষ্টার ঘটনায় মামুন গাজী ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর জিআর ২৫/১৯ ধারা ৩২৪/৩০৭ দন্ডবিধি। মামলাটি কয়েক বছর পরিচালনা করার পর আদালত ঘটনা পর্যবেক্ষণ করে ৩২৪ ধারায় তিন বছর, ৩০৭ ধারায় ৫ বছর সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করেন।
মডেল থানার ওসি মোঃ শেখ মহসিন আলম জানান, শিশু হত্যা চেষ্টার ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ইতিপূর্বে দুই ভাই জেল খাটে। পলাতক আসামী মামুন গাজী ঢাকা সানারপাড়ে পালিয়ে থাকার পর আধুনিক প্রযুক্তি অবলম্বন করে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরাধ করে কোনো আসামি পালিয়ে থাকার সুযোগ নেই, তাকে ধরা পড়তেই হবে বলে জানান ওসি।