প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০
বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা : রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য কণ্ঠশিল্পী রূপালী চম্পক ও জেলা কালচারাল অফিসার দিতি সাহা।
আলোচনা সভা শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওছার আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় রচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এরপরই স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবুর উপস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের দলীয় সঙ্গীত ‘হে নতুন দেখা দিক, আমার মুক্তি আলোয় আলোয় ও যদি তোর ডাক শুনে কেউ না আসে’ পরিবেশিত হয়।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের দলীয় আবৃত্তি, নৃত্যাঙ্গন, সপ্তরূপা নৃত্য শিক্ষালয় নৃত্য ও জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের দলীয় নৃত্য এবং ক’জন কণ্ঠশিল্পীর একক গানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা নাট্য গোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রশিল্পী অজিত দত্ত, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ, নৃত্যধারা নৃত্য সংগঠনের অধ্যক্ষ সোমা দত্ত, অনন্যা নাট্য গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।