শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

তৃতীয় পর্যায়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে ৫ ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে ৫ ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ রায়হান আরেফিন জানান, চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ ও অ্যাডঃ কামরুল ইসলাম রোমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা ভোট গ্রহণ চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়