শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ মহিউদ্দিন ॥
কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন : বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন : উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কুলসুমা আক্তার, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য জ্যোৎস্না আক্তার, সাবেক ইউপি সদস্য আমেনা আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী খান।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন : উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ জোবায়ের হোসেন। বৃহস্পতিবার বিকেলে এইসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ বারিক।

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া ও ফরিদগঞ্জে এই দুটি উপজেলায় ইভিএমণ্ডএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়