শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

অতিরিক্ত সচিব হলেন মতলবের ড. আবুল হোসেন

জি এম কাদির ॥
অতিরিক্ত সচিব হলেন মতলবের ড. আবুল হোসেন

মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের কৃতী সন্তান কৃষিবিদ ড. আবুল হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হয়েছেন। তিনি উত্তর বাইশপুর গ্রামের মরহুম হাজী আব্দুল করিম মাস্টারের ছেলে। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর স্ত্রী ফেরদৌসী বারী একজন প্রকৌশলী, যিনি এলজিইডিতে কর্মরত আছেন। ১ ছেলে ১ কন্যার মধ্যে ছেলে ইফতেখার হোসেন সৌমিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং কন্যা ডাঃ রিয়াসাত হোসেন সুইটি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তাঁর মা মরহুমা রাবেয়া খাতুন।

জনাব আবুল হোসেন শিক্ষা জীবনে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় থেকে বিএজি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএজি এবং গাজীপুর থেকে পিএইচডি করার পর খামার বাড়িতে কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। সেখান থেকে পদোন্নতি পাওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হন। তাঁর পদোন্নতিতে পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মতলব সরকারি কলেজের সাবেক এজিএস জহিরুল হক আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়