প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নির্বাচন কমিশন এই মামলা মোকাবেলা করবে
-----জেলা নির্বাচন অফিস অফিসার
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে যে মামলা এবং যে আদেশ দেয়া হয়েছে সে বিষয়ে কথা হয় চাঁদপুর জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদের সাথে। তিনি বলেন, যে বিষয়ে মামলা করা হয়েছে তা তো শুধু চাঁদপুর সদর উপজেলার একক কোনো বিষয় নয়, এটা সারাদেশের বিষয়। বাদীর আর্জি অনুযায়ী নির্বাচন করতে হলে তো সারাদেশেই করতে হবে, এককভাবে চাঁদপুর সদর উপজেলার জন্য তো আর হবে না। এ ক্ষেত্রে আইন সংশোধন করতে হবে। আর আইন সংশোধন হলে তো সারাদেশের জন্য হবে। নির্বাচন কমিশন এই মামলা মোকাবেলা করবে।