বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রেতাদের ডাকাডাকিকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৬

গোলাম মোস্তফা ॥
ক্রেতাদের ডাকাডাকিকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৬

চাঁদপুর শহরে পাশাপাশি দু স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বর্ণ ক্রেতাদের ডাকাডাকি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৪ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়স্থ আব্দুল করিম পাটোয়ারী সড়কের স্বর্ণ মার্কেট খ্যাত এলাকায়। এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

আহতরা হলেন স্বর্ণ বিতানের জামিল আহমেদ রিপন (৩৮), জাফর (৪২), নোলক জুয়েলার্সের সাদেক হোসেন হৃদয় (২৮), বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী শান্ত ইসলাম (২৬), তার ভাই শেখ মোঃ বিল্লাল হোসেন (৩০) এবং দাসদী গ্রামের জাহাঙ্গীর খানের স্ত্রী শারমিন আক্তার (৩২)। আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শান্ত ইসলাম ও তার ভাই শেখ মোঃ বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে চিত্রলেখা মোড়ে স্বর্ণ ব্যবসা করে আসছেন। এই ব্যবসার সুবাদে তাদের পাশর্^বর্তী দোকানদার স্বর্ণ বিতানের লোকজন প্রায়ই তাদের দোকানে আগত কাস্টমারদের ডেকে নিয়ে যায়। ঘটনার দিন একইভাবে এক নারী কাস্টমার তাদের বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে আসলে, পাশের দোকান স্বর্ণ বিতানের রিপন ও জামিল সেই নারী কাস্টমারকে ডেকে তাদের দোকানে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া হয়। তাদের অভিযোগ, এমন ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে দা, ছুরি, রড, লাঠিসোটা নিয়ে প্রায় ১৫/২০ জনের একটি দল তাদের দুই ভাইয়ের ওপর হামলা চালায়। তবে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের কাছে এমন হামলার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় এলাকার একাধিক স্বর্ণ ব্যবসায়ী জানান, শান্ত ও তার ভাই বিল্লাল প্রায় সময়ই অহেতুক বিষয় নিয়ে ওই এলাকার একাধিক স্বর্ণ ব্যবসায়ীকে কোনো কারণ ছাড়াই হুমকি-ধমকি, গালমন্দসহ ঝগড়াঝাটি, করে বেড়ান। এ নিয়ে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে ইতিপূর্বে সকল স্বর্ণ ব্যবসায়ী মিলে চাঁদপুর মডেল থানায় কয়েকটি অভিযোগও দায়ের করেছেন। ঘটনার দিন দুপুরে পূর্বের মতো শান্ত ও বিল্লাল একই ধরনের আচরণ করলে সকল স্বর্ণ ব্যবসায়ী ও পথচারীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে চড়-থাপ্পর মারেন।

এদিকে এ ঘটনায় স্বর্ণ বিতানের স্বত্বাধিকারী জামিল আহমেদ বাদী হয়ে দুসহোদর বিল্লাল ও শান্তের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা ফুল মিয়া বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। তবে শুনেছি শান্ত ও বিল্লাল উত্তেজিত হয়ে কাস্টমার ডেকে নেয়াকে কেন্দ্র করে স্বর্ণ বিতান মার্কেটের দারোয়ানকে মারধর করে। পরে পথচারী ও একাধিক ব্যবসায়ী তাদেরকে চড় থাপ্পর মেরে সেখান থেকে তাড়িয়ে দেন। তবে আমাদের জুয়েলার্স সমিতির একাধিক সদস্য তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ ব্যবসায়ী জানান, উল্লেখিত দুই ভাইয়ের অত্যাচার ও নানামুখী ষড়যন্ত্রের কারণে স্থানীয়ভাবে ব্যবসা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে বিল্লাল শেখের নানা অনিয়মের কারণে সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে সংগঠনে ঢুকে পুনরায় নানা কারণে ছল চাতুরি ও অসভ্য আচরণ করে যাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘটিত ঘটনাটি অত্যন্ত নিন্দাজনক। বিল্লাল ও তার ভাই যে আচরণ করেছে তা কোনো ব্যবসাসীর আচরণ নয়। এ বিষয়ে শুধু শুধু প্রতিষ্ঠান নয় সাংগঠনিকভাবেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। হামলার ঘটনায় সাংগঠনিকভাবে আমরা কর্মসূচি গ্রহণ করবো এবং এ ব্যাপারে প্রশাসনকে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্যে অনুরোধ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়