বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ

মিজানুর রহমান ॥
তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদপুরের সর্বস্তরের জনগণ। একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের কারণে বাড়ছে জ্বর, ঠাণ্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। গতকাল চাঁদপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৩ এপ্রিল ছিলো ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২২ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ।

গত ক’দিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন। বেলা বাড়ার সাথে সাথেই যেনো আগুন ঝরাতে থাকে সূর্য। রাত ও দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র দাবদাহে ভ্যাপসা গরমে হাসপাতালের জরুরি বিভাগে বাড়ছে রোগীর সংখ্যাও।

হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠাণ্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্টজনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্যে।

যতটা সম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগণ। চিকিৎসার পাশাপাশি দাবদাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জরুরি বিভাগে চিকিৎসারত মেডিকেল অফিসারগণ।

চলমান তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া দপ্তর : আকাশে মেঘের উপস্থিতি এবং কিছুটা বাতাস থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিদ্যমান তাপমাত্রা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিক্ষিপ্তভাবে সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত ছাড়া সামগ্রিক তাপমাত্রার পরিবর্তন হবে না। মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহের পরিবর্তন হতে পারে। আগামী দুদিন তাপমাত্রা বাড়ার আশঙ্কা না থাকলেও অব্যাহত থাকবে দাবদাহ। চলতি মাসের বাকি দিনগুলোতে গরম থেকে মুক্তির সুখবর দিতে পারেননি আবহাওয়াবিদরা।

বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়