প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর টাউন হল মার্কেটে আগুন
বোরকার দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুর শহরের কালীবাড়ি টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বপ্ন ফ্যাশন হাউজ নামে বোরকার দোকানে আগুন লেগে দোকানের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ২৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর নতুনবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুন লাগার পর পর আশপাশের দোকানদাররা ফায়ার এক্সটিংগুইসারের গ্যাস ছেড়ে আগুন নিয়ন্ত্রণে রাখে। যার ফলে আগুন আর ছড়াতে পারে নি।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশিরভাগ বোরকার কাপড়ের। এটি একটি মিনি গার্মেন্টস বলা চলে। এখানে বোরকা তৈরি এবং বিক্রি উভয়ই হয়। দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় দোকান তালাবদ্ধ ছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়ার পর সাথে সাথে পাশের দোকানিরা তাদের কাছে থাকা গ্যাস ছেড়ে দেয়। তাতে আগুন আর ছড়াতে পারেনি। পরক্ষণেই মার্কেটের নিচের বইয়ের দোকানি প্রথমে চাঁদপুর সদর মডেল থানার ওসিকে জানানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সোহেল গাজীর স্বপ্ন ফ্যাশন হাউজের বোরকার দোকানটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
মার্কেটের অন্য ব্যবসায়ীরা জানান, জনতা ফার্মেসী, শরীয়তপুর আবাসিক হোটেল, লাইব্রেরিসহ তিনতলা পর্যন্ত অনেকগুলো বড় বড় দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই মার্কেটে। আগুন দেখে ফেলায় আশপাশের দোকানিরা গ্যাস ছেড়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখে। পরপরই দ্রুত ফায়ার সার্ভিস টিম চলে আসাতে আগুনের লেলিহান শিখা আশপাশ ছড়াতে পারেনি। আল্লাহ মেহেরবান, এই মার্কেটের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
চাঁদপুর বিদ্যুৎ বিভাগের লোকজনও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, মডেল থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পুরো ঘটনা দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত¡না দেন। আগুন লাগার খবরে মুহূর্তের মধ্যে মার্কেটের সম্মুখ রাস্তাসহ রেলওয়ে কোর্টস্টেশন এলাকা জুড়ে ছিলো লোকে লোকারণ্য। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত দোকানি সোহেল গাজী জানান, তিনি রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। ঘন্টাখানেক পর শুনতে পান তার দোকানে আগুন লেগেছে। এসে দেখেন সব শেষ।