প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
মেজর (অবঃ) রফিকুল ইসলামের সমবেদনা
শাহরাস্তি উপজেলার প্রসিদ্ধ ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের খোঁজখবর নেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তার আশ্বাস প্রদান করেন। এই ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। এজন্যে তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের জন্যে অনুরোধ জানান। অতি গরমের মাঝে এই ধরনের দুর্ঘটনার কবলে যাতে আর কেউ না পড়ে সেজন্যে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।