প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
কাল মনোনয়নপত্র দাখিলের শেষদিন
চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামীকাল ২১ এপ্রিল রোববার। গতকাল ১৯ এপ্রিল পর্যন্ত এই তিন উপজেলায় ১৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৩জনের মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন। চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচন। এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো সমস্যায় পড়েছে বলে শোনা যায় নি।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদের সাথে গতকাল রাত ৮টায় যোগাযোগ করে জানা গেছে, গতকাল পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন হলেন : চাঁদপুর সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া ও রাকিব মাঝি; হাজীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন মিয়াজী এবং শাহরাস্তি উপজেলায় আওয়ামী লীগ নেতা মুকবুল হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় নূরুল হায়দার সংগ্রাম ও আবুল বারাকাত রেজওয়ানসহ তিনজন এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১জন করে দুজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় একজন, হাজীগঞ্জ উপজেলায় ২জন ও শাহরাস্তি উপজেলায় একজন।