প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
সুস্বাস্থ্যের জন্যে আমিষের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধি করতে হবে
---মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
এখন দেশীয়ভাবে কোরবানির পশুর চাহিদা মিটানো হচ্ছে, যদিও দাম কিছুটা বেশি। কিন্তু উৎপাদন বাড়ানো গেলে দাম কমে আসবে। সুস্বাস্থ্যের জন্যে আমিষের ঘাটতি মেটাতে উৎপাদন বাড়াতে হবে। জনগণকে উৎসাহিত করতে হবে। এ ধরনের আয়োজন মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি করবে। শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনকালে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন প্রমুখ। প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল শামিম।