শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

হাছান খান মিসু ॥
প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে চাঁদপুরে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রবাসী ও কর্মসংস্থান অফিসের হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়ার ঘটনা যখন ঘটে, তখন বিদেশ সফরে সকলকে শত্রু মনে হয়। কারণ অবৈধ ভাবে বিদেশ যাওয়ার পর সকল কর্মকাণ্ডই অবৈধ হয়। বৈধ ভিসা ও বৈধ পথ ছাড়া কেউ বিদেশে যাবেন না। যারা বিদেশে যাবেন তারা দূতাবাসে যেয়ে রেজিস্ট্রেশন করবেন। ফলে আপনার সকল তথ্যই দূতাবাসে থাকবে, তখন আপনার প্রবাস জীবন হবে নিরাপত্তা সহকারে। তিনি প্রবাসী পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, যারা প্রবাসে থাকেন তারা অনেক কষ্ট করে জীবনের সকল আয় তাদের পরিবারের কল্যাণে পাঠিয়ে দেন। তাদের কষ্টার্জিত টাকা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারোর প্রতি নির্দয় না হয়ে প্রবাসীর অর্থ সঠিক সঞ্চয় করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়