প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরে ঐতিহাসিক ‘মুজিবনগর’ দিবস পালিত
বাংলা বাঙালি মুক্তিযুদ্ধ ও মুজিবনগর অভিন্ন নাম
----জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক ‘মুজিবনগর’ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল ১৭ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের উপস্থাপনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরীয়ার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, মুজিবনগর সরকারের অধীনেই মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত। বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেনো অভিন্ন নাম। একাত্তরের অগ্নিঝরা এই দিনেই বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আনুষ্ঠানিক ভিত্তিমূল রচিত হয়।