বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুর কণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক

মাওঃ এসএম আন্ওয়ারুল করীমের দাফন সম্পন্ন

আলআমিন হোসাইন ॥
মাওঃ এসএম আন্ওয়ারুল করীমের দাফন সম্পন্ন

চাঁদপুর প্রেসক্লাবের সর্বোচ্চ নীতি নির্ধারণী সমঝোতা কমিটির সাবেক সদস্য ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক মাওঃ এসএম আন্ওয়ারুল করীম ৯ এপ্রিল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁদপুর শহরের বাগাদী রোডস্থ রওশন রাইস মিল সংলগ্ন নিজ বাড়িতে ওইদিন সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা একইদিন বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজাশেষে তাঁকে মধ্য ইচলী পাকা জামে মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন পুরাণবাজার জাফরাবাদ জামিয়া আরাবিয়্যাহ্ কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম খাজা আহমদুল্লাহ। জানাজার নামাজে বিপুল সংখ্যক আলেম, বহু গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জানাজাপূর্ব বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর কালু ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বর্তমান সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি লিয়াকত হোসাইন, গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ জয়নাল আবেদিন, মরহুমের চাচা মমিনুল ইসলাম প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়, এসএম আন্ওয়ারুল করীম দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সর্বশেষ ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসা নেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এসএম আন্ওয়ারুল করীম গত বছরের রমজানের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। ঈদুল ফিতরের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করিয়ে ক্যামো নিয়ে দেশে ফিরেন। কিছুদিন সুস্থ থাকার পর পুনরায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হওয়ায় গত ৩০ মার্চ তাঁকে ঢাকার ডেল্টা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ৮ এপ্রিল রাতে তাঁকে বাসায় আনা হয় এবং পরদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তিজীবনে মাওঃ এসএম আন্ওয়ারুল করীম দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক, মাসিক হেরার পয়গাম ও দৈনিক আমার চাঁদপুরের সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের আলোচক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশনা সংস্থা আল-ফাতাহ্ পাবলিকেশন্সের হাদিস বিভাগের প্রধান ছিলেন। তিনি বহু ধর্মীয় গ্রন্থ প্রণেতা, ইসলামী চিন্তাবিদ ও অনুবাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহ-সভাপতি, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাত্রজীবনে ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে মাওঃ এসএম আন্ওয়ারুল করীমের বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তাৎক্ষণিক চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন। মাগফিরাত কামনা করেছেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর সুমনসহ সাংবাদিকবৃন্দ তাঁর বাসভবনে যান এবং পরিবারকে সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়