শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০

জাটকা নিধনে আটক ৬ জেলের কারাদণ্ড

কারেন্ট জাল, জাটকা ও নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥
জাটকা নিধনে আটক ৬ জেলের কারাদণ্ড

চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে আটক ছয় জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় জেলেদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। একই সময় ওই জেলেদের সাথে থাকা ২ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : সেকুল দেওয়ান (৫০), মোঃ ইদ্রিস আলী দেওয়ান (৪০), মোঃ শাওন দেওয়ান (২৫), মোঃ খবির দেওয়ান (২২), মোঃ কুদ্দুস দেওয়ান (৩২) ও মোঃ বিল্লাল হোসেন বেপারী (২০)।

চাঁদপুর নৌ থানার প্রেসনোটে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, ওইদিন দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনকালে হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রাখা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়