প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০
অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই দোকানদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁদপুর শহরের পুরাণবাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। তাদেরকে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০-এর ধারা ৫(২) অনুযায়ী ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (৬ মার্চ) সকালে ডিবি পুলিশের সহযোগিতায় জাটকা নিধন প্রতিরোধে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দোকানদার দুজন হলেন : উত্তম কুমার বর্মন (৬০) ও সীমান্ত সরকার (২০)। এ সময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ডিবি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা প্রদান করে।