সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু ॥ একদিনে শনাক্ত ৪০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জের একজন নারী মারা গেছেন। রোকেয়া বেগম (৫৫) নামে এই নারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে মারা যান। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, রোকেয়া বেগম শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান।

এদিকে গতকাল শনিবার চাঁদপুরে নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে শনাক্তের হার ২৭ ভাগ।

নতুন শনাক্ত হওয়া ৪০ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১৯, মতলব দক্ষিণে ২, হাজীগঞ্জে ২, ফরিদগঞ্জে ৪, শাহরাস্তিতে ৮, কচুয়ায় ১ ও হাইমচরে ৪ জন।

নতুন আক্রান্ত হওয়া ৪০ জনসহ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫২৭৫ জন। এর মধ্যে সদর উপজেলায়ই ২৪৬১ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১২৬ জন, সুস্থ হয়েছেন ৪৭৫৬ জন। আর চিকিৎসাধীন আছেন ৩৯৩ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়