প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
কোভিড-১৯-এর জন্যে সারাদেশে প্রায় দেড় বছর ধরে সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কিন্তু ব্যতিক্রম শাহরাস্তি উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই এবং সরকারি নির্দেশ অমান্য করে চলছে ক্লাস। একদিন একটি করে শ্রেণির ক্লাস নেয়া হয়। এভাবে প্রতিদিনই ক্লাস চলমান থাকে। আর প্রতি ক্লাসে শিক্ষার্থীদের দিতে হয় ১০ টাকা করে।
গতকাল শনিবার ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুটি কক্ষে ৭ম ও নবম শ্রেণির পাঠদান চলছে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মুখে দেখা মেলেনি মাস্ক এবং একই বেঞ্চে গাঁদাগাঁদি করে বসতে দেখা যায় শিক্ষার্থীদের। কোলাহলপূর্ণ বিদ্যালয়টিতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। একাধিক শিক্ষার্থী জানায়, তাদের থেকে প্রতি এসাইনমেন্টে ১০ টাকা করে নেয়া হয়।
সাম্প্রতিক সময়ে করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে কঠোর লকডাউন দিচ্ছে সরকার। অন্যদিকে বিদ্যালয়টি খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের এসাইনমেন্ট নিতে আসতে বলা হয়। ক্লাস নেয়া হয় না। তবে তিনি দাবি করেন শাহরাস্তির অন্য বিদ্যালয়গুলোতেও একই কার্যক্রম চলে। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চাঁদপুর কন্ঠকে বলেন, বিদ্যালয়ে ক্লাস করানো ও টাকা নেয়ার কোনো বিধান নেই। আমরা ক্লাস নিতে নির্দেশও দেইনি। তবে শিক্ষার্থীরা এসাইনমেন্ট জমা দিয়ে যেতে পারবে।