সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

সকলকে সচেতনতার সাথে মাদক নির্মূলে কাজ করতে হবে
মিজানুর রহমান ॥

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২১ উপলক্ষে চাঁদপুরে এই প্রথম মাদকবিরোধী টকশো অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন রাত সাড়ে ৮টায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে সচেতনতামূলক এ টকশোর আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। আলোচনার বিষয় ছিল ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী।

চাঁদপুরে কর্মরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সভাপ্রধানে টকশো সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু। টকশোটি ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সকল পেশা ও শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে ও সচেতনতার সাথে মাদক নির্মূলে কাজ করতে হবে। তবেই আমরা আধুনিক ও বাসযোগ্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে পারবো। মাদক আমাদের সমাজে একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মাদকের বিক্রি ও বিতরণ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তাগণ বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপির সরাসরি নির্দেশ, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়, জিরো টলারেন্স নীতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

চাঁদপুরের প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সাঁড়াশি অভিযানে আছি। এই প্রজন্মকে যদি মাদক থেকে দূরে রাখতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে গড়ে ওঠবে না। তাই মাদকের বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়