শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌরসভার মেয়রের সাথে প্রেসক্লাবের কার্যকরী কমিটির শুভেচ্ছা বিনিময়

সবার সহযোগিতায় নির্বাচনী ইশতেহার পূরণ করতে পারবো

--------মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
সবার সহযোগিতায় নির্বাচনী ইশতেহার পূরণ করতে পারবো

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে প্রেসক্লাবের পক্ষ থেকেও মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়। সাংবাদিকদের জিজ্ঞাসার প্রেক্ষিতে মেয়র জিল্লুর রহমান জুয়েল নানা তথ্য তুলে ধরেন। মেয়র তাঁর বক্তৃতায় বলেন, আমাদের সময় চাঁদপুর পৌরসভার চলমান বিদ্যুৎ বিল বকেয়া নেই। সাবেক বকেয়া থেকে পরিশোধ করা হচ্ছে। আমি মেয়র হয়ে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছি। পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি করেছি। এই তিনটি খাত আপডেট রাখতে হয়। অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুয়েটির টাকা আমি দায়িত্ব নেয়ার পর ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পরিশোধ করেছি। আমার সময়ে সর্বশেষ পৌরসভার রাজস্ব বাজেট ৪২ কোটি টাকা দিয়েছি। আমি ট্যাক্স বৃদ্ধি না করেই নিজস্ব আয় বৃদ্ধি করেছি। শুধু পানির বিল একশ’ টাকা বাড়িয়েছি। পৌরসভার নতুন এলাকায় কাজের প্রাধান্য দেয়া হয়েছে। আমি সাংবাদিকদের সাথে আছি, থাকবো। সবার সহযোগিতা পেলে আমার নির্বাচনী ইশতেহার পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, চাঁদপুর পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পৌর অডিটোরিয়ামটি এ মেয়াদেই চালু হবে। চাঁদপুর শহরের লেকগুলো সংস্কার করা হবে। অটোরিকশা আমরা কমিয়েছি, বাড়াইনি। অটোরিকশা নিয়ন্ত্রণে নিয়ে আনা হবে। দিনের বেলা ট্রাক না ঢুকলে শহরে যানজট হয় না। পুরাণবাজার ও বাবুরহাটসহ কয়েকটি স্থানে গণশৌচাগারের কাজ চলমান। কাজ শেষ হলে দৃশ্যমান হবে। বিশেষ করে পুরাণবাজারে নান্দনিক কবরস্থানের কাজ চলমান। সেটি বনানীর কবরস্থান থেকে কোনো অংশে কম নয়। এটি দেখতে মানুষ সেখানে যাবে। জোড়পুকুর পাড়টি নান্দনিক কাজ করা হচ্ছে। এই পুকুরটির পানি যেনো সুপেয় পানি হিসেবে ব্যবহার করা যায় সে ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ সূত্রধর ও মির্জা জাকির, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম ও কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মোঃ আশরাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, ওমর পাটওয়ারী, আলম পলাশ ও নেয়ামত হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়