প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ২১:৪৫
হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিন উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ইসলামিক সাংস্কৃতিক ফোরাম চাঁদপুর। ১৫ নভেম্বর শুক্রবার বেলা ৩টা হতে সাংস্কৃতিক সন্ধ্যায় নাশিদ পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান, কাউসার আহমদ সোহাইল, আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, আবু উবায়দা, দাবানল শিল্পীগোষ্ঠী, নবারুণ শিল্পীগোষ্ঠী প্রমুখ।
|আরো খবর
ইসলামিক সাংস্কৃতিক ফোরাম চাঁদপুরের সভাপতি আব্দুল্লাহ আল সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মীম সুফিয়ান।
সাংস্কৃতিক সন্ধ্যায় সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত, হামদে বারি তায়ালা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলামী গজল পরিবেশন করা হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় হাসান আলী হাই স্কুল মাঠ কানায় কানায় ভরে যায় দর্শক-শ্রোতায়।