প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
সমাজকল্যাণমন্ত্রীর শোক
মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পাঠান বাহিনীর প্রধান অনারারী ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় জাতির এই বীর সন্তানের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, আমরা জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালাম। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি আজও স্মরণ করে। আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।