শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদগঞ্জে দুই হাসপাতাল সিলগালা ও ফার্মেসীকে জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে দুই হাসপাতাল সিলগালা ও ফার্মেসীকে জরিমানা

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা করে দেয়। এছাড়া ওই হাসপাতালের অভ্যন্তরস্থ ফার্মেসীর লাইন্সেস না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার বলেন, অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করে আসছিলো এই দুটি প্রতিষ্ঠান। লাইসেন্স না নিয়ে অবৈধভাবে পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা করা হয়।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মাকসুদুর রহমান, সহকারী সার্জন ফয়সাল হাসান, স্যানিটারী পরির্দশক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়