শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

চক্ষু হাসপাতাল সিলগালা, দুই ডায়াগনস্টিকের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
চক্ষু হাসপাতাল সিলগালা, দুই ডায়াগনস্টিকের জরিমানা

চাঁদপুরেও অনুমোদনবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধের অভিযান চলছে। চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যানঘাট এলাকায় ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠান সিলগালা, ৫ হাজার টাকা জরিমানা এবং মেডিএইড ও মডেল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ জানুয়ারি রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামক এই চিকিৎসা প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিন অপর অভিযানে শহরের শহিদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহিদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন। সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশ টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়