শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

ব্যতিক্রমী আয়োজনে চাঁদপুরে কালের কণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥
ব্যতিক্রমী আয়োজনে চাঁদপুরে কালের কণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্যতিক্রমী আয়োজনে চাঁদপুরে কালের কণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুণীজন সম্মাননা, অসহায়ের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। ১০ জানুয়ারি বুধবার বেলা ১১টায় বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার আয়োজনে পুরাণবাজর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ষপূর্তিতে কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, কালের কণ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে সাধারণ মানুষের মন জয় করতে পেরেছে। দেশ-বিদেশের নানা প্রান্তের খবর সহজেই মানুষ সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারে। কালের কণ্ঠ তার পথচলার ১৪ বছরে সাধারণ মানুষের বিশ্বাস আর আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। আগামী দিনে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে, এটি একটি মহৎ কাজ। আমি আশা করি সমাজের মূল ¯্রােতধারা থেকে হারিয়ে যাওয়া পথশিশুদের কল্যাণে কাজ করবে বসুন্ধরা শুভসংঘ। সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে অসহায়দের সহযোগিতা করার পাশাপাশি সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ নৈতিকতা বাড়ানো যায়।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি আরমান চৌধুরী রবিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল বাসেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, সাংবাদিক ফারুক আহমেদ, পুরাণবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিশু, তারুণ্যের অগ্রদূতের সভাপতি ফাহিম আল ইসলাম, লিও ক্লাবের সভাপতি লিও ইমরান খান, বসুন্ধরা শুভসংঘের চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মনজুর হাসান ইমনসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেক, শীতবস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়