রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বিএনএম মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে বিএনএম মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনসহ এই আসনের ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৪০টি।

নির্বাচনে বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (নোঙ্গর) পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার (সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট ও তরিকত ফেডারেশনের প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় বিএনএম প্রার্থী ও দলের মহাসচিব নিশ্চিত বিজয়ী হচ্ছেন এবং বিরোধী দলের নেতা হচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচারণা চালান। ফলে ধীরে ধীরে তাঁর নির্বাচনী অফিসে নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকে। নির্বাচনী মাঠে শেষদিন পর্যন্ত পুরো উপজেলা জুড়ে আলোচনায় ছিলেন। তিনি ১১৮টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে দেয়া এজেন্ট এবং বাইরে থাকা নেতা-কর্মীদের ভোটও তিনি পাননি--প্রাপ্ত ভোটে তাই বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়