প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
মানুষের দুর্দশা লাঘবে বিএনএম ভূমিকা রাখতেই নির্বাচনে এসেছে
---ড. মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মহাসচিব ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে বিরোধী দলের তৃণমূলের নেতা-কর্মীরা ঘরছাড়া। আমার এলাকার যেসব নেতা-কর্মী জেলে ছিলো, আমি দায়িত্ব নিয়ে তাদের মুক্ত করেছি। আমি সরকার ও প্রশাসনকে বলেছি, আর কোনো লোককে যেনো হয়রানি না করা হয়।
তিনি বলেন, সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এবং তাদের দুর্দশা লাঘবের জন্যে ও তাদের জন্যে কথা বলার সংসদই প্রধান উপায়। তাই আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দুর্দশা লাঘবে বিএনএম ভূমিকা রাখতেই নির্বাচনে এসেছে।
বুধবার রাতে বিএনএমণ্ডএর নির্বাচনী কার্যালয়ে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নোঙ্গরের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোঙ্গর প্রতীকের প্রধান সমন্বয়কারী এবিএম নূরুল ইসলাম ফারুকী, নির্বাচন সমন্বয়কারী জহিরুল ইসলাম টিপু, বিএনএম কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আদনান আল নাহিয়ান, নির্বাচন সমন্বয়কারী প্রকৌশলী ফয়সাল ইসলাম বাপ্পি, বিএনএম কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মির্জা সালাউদ্দিন মাসুদ, মিডিয়া উইং জাকির হোসেন প্রমুখ।