রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

হাজারো ভক্তের শ্রদ্ধা-ভালোবাসায়

স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উদযাপিত

বিমল চৌধুরী ॥
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উদযাপিত

দুদিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, অভিক্ষা মন্ত্রের উদ্যোক্তা, চরিত্রগঠন আন্দোলনের স্রষ্টা, কোটি ভক্তহৃদয়ের প্রাণের স্পন্দন অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব। গত ২৫ ডিসেম্বর সোমবার তাঁরই পুণ্যজন্মস্থান চাঁদপুর পুরাণ আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে অনুষ্ঠিত দুদিনব্যাপী জন্মোৎসবের গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার ছিলো শেষ দিন। এদিন হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে আশ্রমস্থল। জন্মোৎসব উপলক্ষ্যে চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত ভক্তবৃন্দ হরিওঁ কীর্ত্তনসহ নেচে-গেয়ে পরম শ্রদ্ধাভরে আরাধ্যে পরম গুরু শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাজ্ঞাপনপূর্বক নিজেদের সুখ, শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তাদের ব্যাপক উপস্থিতিতে আশ্রমস্থল মিলন মেলায় পরিণত হয়। এদিন আশ্রম অঙ্গণে ভোর ৬টায় থেকে উষা কীর্তনাঞ্জলি, হরিওঁ কীর্তন, নবীন যুগের নববেদ, শ্রীশ্রী অখণ্ডসংহিতা পাঠসহ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়। উপাসনা শেষে সকাল সাড়ে ১০টায় হরিওঁ কীর্তন সহযোগে চাঁদপুর শহরে বের হয় সম্প্রীতি র‌্যালি। সম্প্রীতি র‌্যালির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে একজন সমাজ সংস্কারক আখ্যায়িত করে বলেন, তিনি একজন ধর্মীয় সাধকই ছিলেন না, তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। তিনি মানুষকে সৎ পথে আনয়নের লক্ষ্যে চরিত্রগঠন আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন। মানুষকে সৎ চরিত্রের অধিকারী হতে প্রেরণা যোগান। সর্বপ্রথম চাঁদপুর শহরের অনতিদূরে ঘোড়ামাড়া মাঠে চরিত্রগঠন আন্দোলনের ডাক দেন। আজ বর্তমান সময় যা প্রতিটি মানুষের জীবনের অন্যতম মাধ্যম হয়ে দেখা দিয়েছে চরিত্র গঠনের প্রয়োজনীয়তা। আমাদেরকে সৎ চরিত্রবান হতে হবে এবং অপরকে সৎ চরিত্রের অধিকারী হতে সহায়তা করতে হবে। ভালো মানুষ তৈরির মধ্যে দিয়ে সমাজকে পাল্টে দিতে চেয়েছেন স্বামী স্বরূপানন্দ।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী (পিপি), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি তাপস কুমার সরকার, সাধারণ সম্পাদক সুজিত দাস প্রমুখ।

এদিন অনুষ্ঠিত হয় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আশ্রমের অধক্ষ স্বরূপ ব্রহ্মচারী। বাসঅস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার সরকারের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, চাঁদপুর জেলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর কণ্ঠের চিফ রিপোর্টার বিমল চৌধুরী, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক রাধেশ্যাম কুড়ি, কালিবাজার কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র সরকার ও রহিমপুর আশ্রমের সাবেক কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পর্ষদের সহ সভাপতি দুলাল চন্দ্র দাস। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, সদস্য মনতোষ সাহা, প্রণব সাহা, সঞ্জীত ভৌমিক, গৌতম কুমার ঘোষ, শিবু কুমার দাস, অনুপ দাস, মৃদুল কান্তি দাস, সুকুমার দাস প্রমুখ।

দুপুর ২টায় অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্তন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করেন আশ্রম অধ্যক্ষসহ ভক্তবৃন্দ। শান্তিপূর্ণভাবে জন্মোৎসব সম্পূর্ণ হওয়ায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ। তারা আগামীতেও এমনি করে সকল ধর্মীয় অনুষ্ঠানে সকলের সহায়তা কামনা করেন কৃতজ্ঞ চিত্তে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়