বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আব্দুল হাই আখন্দের ইন্তেকাল

গোলাম মোস্তফা ॥
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আব্দুল হাই আখন্দের ইন্তেকাল

চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আব্দুল হাই আখন্দ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

জানা যায়, ডাঃ আঃ হাই বাধর্ক্যজনিত কারণে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে গতকাল ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ের পিতা ছিলেন।

মরহুম ডাঃ আঃ হাই দীর্ঘ ২ যুগেরও অধিক সময় চাঁদপুর পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি জেলা বিএমএ-এর বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুরের একমাত্র প্রথম চিকিৎসক, যিনি দীর্ঘ সময় কাতারে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দেন।

এছাড়াও ডাঃ আঃ হাই চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

আজ ১৬ ডিসেম্বর সকাল ১১টায় চাঁদপুর শহরের পুরাণবাজারের ৩নং ওয়ার্ডস্থ আখন্দ বাড়ি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়