প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
‘মিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ’-এই প্রতিপাদ্যে গতকাল ১ ডিসেম্বর চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা ও উপজেলার সংশ্লিষ্ট অংশীজন।
সভায় বক্তারা বলেন, এইচআইভি এইডস সম্পর্কে অসচেতনতায় সংক্রমণ ঝুঁকি বাড়ে। এইচআইভি প্রতিরোধের মূল উপাদান হলো শিক্ষা, সচেতনতা, ঝুঁকির মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা।
এইডস রোগীর সংক্রমণ রোধে প্রতি জেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন, মাদক গ্রহণকারী, যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ ও সমকামীদের মধ্যে এইচআইভি চিকিৎসা নিশ্চিত, আক্রান্তদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেসব কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও যে বৈষম্য রয়েছে তা দূর করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।