প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। ১৮ নভেম্বর শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গতকাল চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে তিনজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনজন।
সকালে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহ্মেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ কামরুল হাসান রোমান, পারভেজ আলম প্রমুখ।
একই আসন থেকে সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা বলেন, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিবেন সাবেক এমপি মহোদয়।
এছাড়া একইদিন বিকেলে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি। এ সময় তাঁর পিতা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ছাড়াও ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান পরান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবদুস সামাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আরাফাত হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা দিনেশ দাস, খায়রুল বাশার, সজিব হোসেন, আরিফ হোসেন, আফসার হোসেন, সুজন দাস, নিশান, সুমন, নাঈম, আরিফুল ইসলাম, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।