প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বেজে উঠেছে ভোটের দামামা। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। গতকাল শনিবার ঢাকা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন।
দুপুরে কেন্দ্রীয় কার্যালয় হতে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিন হাই প্রোফাইল নেতা। এঁরা হচ্ছেন বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত মোঃ গোলাম হোসেন।
এই আসনে ২০০৮ সাল থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ১০৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭শ’ ৬৯জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩শ’ ৩১ জন , মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪শ’ ২৭ জন।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দেয়া যাবে। এবার ফরমের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।