মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০

তফসিল ঘোষণায় ফরিদগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে পৃথক আনন্দ মিছিল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির পক্ষে পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল হয়েছে।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের করে পুনরায় বাসস্ট্যান্ড এসে শেষ করে। পরে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরিফ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামী লীগ নেতা পুতুল সরকার, ইসমাইল পাটোয়ারী, সাইফুল ইসলাম, অ্যাডঃ রোমান প্রমুখ।

সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে তফসিলকে স্বাগত জানিয়ে উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ শাহআলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফর আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে সদ্য অব্যাহতি নেয়া অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে। সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, এমরান হোসেনসহ নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা করে।

এছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জেলা ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, আরিফ হোসেন, পৌর কৃষক লীগ নেতা ফজলুর রহমান, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আফসার হোসেন, সজিব হোসেন, সুজন দাস, নিশান, দিনেশ চন্দ্র দাস, যুবলীগ নেতা মমিন সর্দার, সুমন হোসেন, নাঈম হোসেন, আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌর ও উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ প্রমুখ অংশ নেন।

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল রয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস বেপারী, যুগ্ম সম্পাদক জসিম পাটোয়ারী, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, আঃ রহিম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়