প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত ১৬ নভেম্বর ভোরে বাগানবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, মতলব-বেলতলী রাস্তার বাগানবাড়ি ইউনিয়নের মৌটুপী-খন্দকারকান্দি এলাকায় অজ্ঞাত বৃদ্ধ (৭০)-এর মৃতদেহ দেখে পথচারীরা। পরে বাগানবাড়ি ইউপির সদস্য জহির জমাদার ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন ও থানা পুলিশকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করে দেন। পরে পুলিশ এসে বৃদ্ধের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল করার জন্যে থানা পুলিশ ও নাম পরিচয় শনাক্ত করার জন্য পিআইবি ঘটনাস্থলে আসেন।
পিআইবি তদন্ত টিম, মতলব সার্কেল (এএসপি) খায়রুল কবির জানান, অজ্ঞাত লাশ শনাক্ত করার জন্যে আমাদের টিম কাজ করছে। কিন্তু ওই লাশের কোনো এনআইডি কার্ড না হওয়ায় ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় চাঁদপুর আনজুুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে লাশ দাফন করা হবে বলে অফিসার ইনচার্জ রাশেদ মোবারক জানান।