মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০

ড. নিলুফা আক্তার শিল্পী চবির সিনেট সদস্য মনোনীত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের প্রখ্যাত আইনজীবী মরহুম আব্দুল হাকিম এবং লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোয়ারা বেগমের কনিষ্ঠ কন্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আকতার (শিল্পী) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক আগামী তিন বছরের জন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি চাঁদপুর বারের বর্তমান সভাপতি এটিএম মোস্তফা কামাল এবং মেট লাইফের এভিপি আইনজীবী মোস্তফা জামানের বোন।

নিলুফা আকতার চাঁদপুর মিশন স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুর কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

২০০৬ সাল থেকে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কথা সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত। তিনি ‘রাগিব-রাবেয়া সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বামী তারেক আবু তাহের ব্যবসায়ী। তাঁদের তিন সন্তান রয়েছে। তারা স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়