মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০

একদিন বিরতিতে বুধ ও বৃহস্পতিবার ফের অবরোধ
স্টাফ রিপোর্টার ॥

সরকার পতনের একদফা দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে একদিন বিরতি দিয়ে ফের ‘৪৮ ঘণ্টা অবরোধ’ কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সদস্যদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক, গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

অপরদিকে বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যে ও তাদের অবৈধ অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

এদিকে সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে চাঁদপুরে কোনো প্রভাব পড়েনি। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক ছিল। তবে আগের দিনের মতোই যাত্রী স্বল্পতায় দূরপাল্লার বাস ছাড়েনি। ট্রেন ও লঞ্চ চলাচল করেছে।

১৩ নভেম্বর সোমবার সকাল থেকে চাঁদপুর শহরে সব ধরনের যানবাহন চলাচল ও মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। অবরোধে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদা তৎপর ছিল পুলিশ প্রশাসন। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিলো। সর্বাত্মক অবরোধের সমর্থনে গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুরাণবাজার জুট মিল-রঘুনাথপুর সড়কে এবং শহরের চক্ষু হাসপাতাল থেকে ইলিশ চত্বর সড়কে যৌথভাবে মিছিল করে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।

অপরদিকে, অবরোধের প্রতিবাদে অন্যদিনের মতো এদিন সকাল থেকে চাঁদপুর জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবস্থান কর্মসূচি পালন করে।

এ ব্যাপারে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ বলেন, বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য ও তাদের অবৈধ অবরোধের প্রতিবাদে আমরা অতন্দ্র প্রহরীর মতো রাজপথে আছি।

চাঁদপুরের জনগণ অবরোধ প্রত্যাখ্যান করে চলেছে। তাদের অবৈধ অবরোধ জনগণ মানে না। শহরের নতুনবাজার ও পুরাণবাজারের প্রতিটি এলাকায় নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে মানুষের পাশে থেকেছে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়