প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে ১১৫ বছর বয়সী এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন। ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর পোঁয়া গ্রামের আব্দুল মোতালেব ক্বারি ভূঁইয়া নামের এই বৃদ্ধ গতকাল ১৩ নভেম্বর সোমবার ভোররাত ৪টায় ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না.....রাজিউন)। একই দিন দুপুর ২টায় তার নিজ বাড়ির সম্মুখস্থ আঙ্গিনায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল মোতালেব ক্বারি ভূঁইয়া হাইমচরের একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা মনোয়ারা বেগমের বাবা।