প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত আওয়ামী লীগের তোরণে অগ্নিসংযোগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালিয়াপাড়া-কচুয়া সড়কের নোয়াগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম হোসেনের অনুসারী নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল ও পিন্টু জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন চিত্র ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের ছবি সম্বলিত তোরণটি নির্মাণ করেন নোয়াগাঁও গ্রামের অধিবাসী যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন বেপারী। সোমবার ভোররাতে কে বা কারা পেট্রোল দিয়ে তোরণে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে। কুয়াশার কারণে ও তোরণের বাঁশ কাচা থাকায় তোরণের নিচের অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম হোসেনের ৩টি ফেস্টুন কুপিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সওদাগর জানান, যারা জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যের ছবি ও উন্নয়ন চিত্র সম্বলিত তোরণে অগ্নিসংযোগ করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। দুর্বৃত্তরা কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উন্নয়নের জোয়ার দেখে ভয় পাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।