প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০
উঠোনে খেলারত ছিলো মাহবুবা (২)। হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শিশুটি। ঘন্টাখানেক পরে বাড়ির পুকুরে ভেসে উঠে মাহবুবা। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। ১৩ নভেম্বর সোমবার সকালে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামের মিজি বাড়িতে ঘটনাটি ঘটে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই গ্রামের মাহবুব আলমের মেয়ে শিশু আরশী জাহান মাহবুবা নিজ ঘরের আঙ্গিনায় খেলাধুলা করছিলো। এর মধ্যে শিশুটিকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম চাঁদপুর কণ্ঠকে জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।