প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌর এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮জনকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। ১২ নভেম্বর চাঁদপুর পৌরসভা সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার আট ব্যক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে জনপ্রতি ৫ হাজার টাকা হারে মোট ৪০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীগণ হলেন : মোঃ হাফেজ, মোঃ সায়েদুর রহমান পাটওয়ারী, খাদিজা আক্তার, সালমা বেগম, মোহাম্মদ সুজন, রোজিনা আক্তার, মিনারা বেগম ও পরেশরী ঋষি।