শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের শপথগ্রহণ অনুষ্ঠান

পৌরবাসীকে দেয়া আমার ওয়াদা পূরণে সকলের সহযোগিতা চাই

---------অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল

পৌরবাসীকে দেয়া আমার ওয়াদা পূরণে সকলের সহযোগিতা চাই
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সদ্য বিজয়ী নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান ১১ নভেম্বর শনিবার পৌর কর্মচারী সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

শপথ শেষে মেয়র বলেন, আজকে আমি যে সংগঠনের অনুষ্ঠানে এসেছি, এই সংগঠনটি একটি কল্যাণমুখী সংগঠন। যারা পৌরসভার স্থায়ী কর্মচারী তারাই এ সংগঠনের সদস্য। তারাই শুধু ভোটার, অন্যরা ভোটার না। এটা কি কেন্দ্রীয় কোনো নিয়ম কিনা আমার জানা নেই। পৌরসভার মেয়র হিসেবে আমি বলবো, যারা অস্থায়ী আছে, তাদেরকে এ সংগঠনের সদস্য করা যায় কি-না সেটা ভেবে দেখবেন।

তিনি বলেন, পৌরসভায় আমাদের সকলে যে যেভাবেই থাকি না কেনো, সবাই পৌরসভার অংশ। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মেয়াদ দু বছর, আর আমাদের নির্বাচিত বর্তমান পৌর পরিষদের মেয়াদ ৫ বছর। আমাদের আরো ২ বছর মেয়াদ রয়েছে। অতএব পৌরবাসীকে আমার দেয়া ওয়াদা পূরণে সকলের সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, পৌরবাসীর কল্যাণে আমি কিছু দৃশ্যমান কাজ ও প্রকল্প হাতে নিয়েছি। এসব কাজ সমাপ্ত করার জন্যে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মনে রাখতে হবে, পৌরবাসীর ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা কিন্তু মানুষকে সরাসরি সেবা প্রদানের সাথে জড়িত। যারা দাপ্তরিক প্রধান তাদের অনেকেই কিন্তু সরাসরি সেবা প্রদানের সাথে জড়িত নন। কাজেই পৌরবাসী যাতে সঠিক সেবা পায় সেটি আপনাদের নিশ্চিত করতে হবে। কারণ পৌরবাসী হচ্ছে পৌরসভার প্রাণ। তাদের অসম্মান করা মানে পৌরসভাকে অসম্মান করা। আবার আপনারাও অসম্মানিত হন সেটিও আমরা চাই না। আমরা সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর পৌরসভার উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে পারবো। একটি কথা মনে রাখতে হবে, পৌরসভার কর্মচারীর বাইরে আপনিও এ পৌরসভার নাগরিক। আপনার বাবা, ভাই, বোন সবাই পৌরসভার নাগরিক। কাজেই নাগরিকদের সেবা নিশ্চিত করলে আপনার পরিবারও সঠিক সেবা পাবেন। মনে রাখবেন, পৌরবাসী কোনো অবস্থাতেই যেন হয়রানির শিকার না হয়। আপনারা ভালো কাজ করলে, আমাকে দিয়ে ভালো কাজ আদায় করিয়ে নিতে পারবেন। কারণ আমরা ভালো কিছু করে যেতে চাই। আমরা এমন কাজ করে যেতে চাই, যাতে পৌরবাসী আগামী নির্বাচনে আমাদের কাজ দেখে ভোট দেয়।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি মোঃ মফিজউদ্দীন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক), সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক রফি রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ নজিবুল হক খান সেলিম, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, মহিলা সম্পাদিকা নুরুন্নাহার আক্তার, সহ-মহিলা সম্পাদিকা মনিরুন নাহার (হীরা), কার্যকরী সদস্য শাহাজাদী হ্যাপী, আঃ কাদের মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, আঃ কাদির গাজী ও শরিফ হোসেন ভূঁইয়া।

চাঁদপুর পৌরসভার কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চন্দ্রনাথ ঘোষ চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাউন্সিলর সোহেল রানা ও হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন মিয়াজী, পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত সভাপতি মফিজউদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদিকা ফারজানা পারভীন (লাকী), সদস্য আবুল খায়ের নূরু, পৌর কর্মচারী সংসদের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেন, সাবেক সহ-সভাপতি সুরাইয়া শারমিন, হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানারা নারগিস, পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, পৌর কর্মচারী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাবেক প্রচার সম্পাদক গোপাল বণিক ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়