প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণআদালত পাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং ইসলামপুর গাছতলা মাদরাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ রুহুল আমিন মজুমদার (৭৫)-এর রুহের মাগফেরাত কামনা করে মসজিদ কমিটির উদ্যোগে ১০ নভেম্বর শুক্রবার বাদ জুমা নামাজের পরই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি আনোয়ারুল হক নেছারী ও মিলাদ পরিচালনা করেন মুয়াজ্জিন মোঃ মনির হোসেন।
দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরতুল আল্লামা রুহুল্লাহ (রঃ)-এর পুত্র চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, মসজিদ কমিটির সহ-সভাপতি আঃ রহমান পাটওয়ারী মোস্তফা ও মরহুমের পুত্র খান বাড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মোঃ রেদোয়ানুল আমিন।
উপস্থিত ছিলেন পুরাণআদালত পাড়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মাল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন আরজু, এলাকার মুসল্লি আশ্রাফ শিকদার আশু, শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, মোঃ বাদশা মিয়া পাটওয়ারী, মোঃ সফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আঃ লতিফ গাজী, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ মসজিদের মুসল্লিরা।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণআদালত পাড়া জামে মসজিদের প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়ের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন হাফেজ রুহুল আমিন। এছাড়া গাছতলা মাদরাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষকতা করেছেন। গত ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টায় আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ রুহুল আমিন মজুমদার (৭৫) সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.....রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন মরহুমের জানাজা শেষে গাছতলা দরবার শরীফের মসজিদের পাশে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।