প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০০:০০
দেশব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শান্তি মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ স্থলে এসে শেষ হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম বিএসসির সভাপ্রধানে জেলা পরিষদ মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ মজুমদার, বিশেষ অতিথি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু তাহের, আব্দুর রব খোকন, খোরশেদ আলম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আবু নছর মিন্টু, নূরুল ইসলাম প্রধানীয়া, কামাল হোসেন মজুমদার, আবুল কালাম, সুলতান আহমেদ ও বশির মজুমদারসহ অন্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।