প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল শিক্ষা বিস্তারে ভবন নির্মাণ করছেন তা নয়, তিনি শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার দায়িত্বও পালন করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে বর্তমান সরকার। সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্যে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেয়া শিক্ষকদের নৈতিক দায়িত্ব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়নও সম্ভব হবে। এ সময় তিনি ঘরে ঘরে আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানান।
এলাকাবাসীকে দেয়া ওয়াদা পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোটদানের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিদ্যুৎ ঘাটতি নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ মডেল দেশ। উপজেলাটিকে পরিচ্ছন্ন ও বেকারত্ব নির্মূল করে গড়ার প্রয়াস চলছে। এ প্রয়াসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বুধবার উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার কলেজের ৪ তলা একাডেমিক নূতন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
কালিরবাজার কলেজের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপ্রধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন আবুল পাটওয়ারী।
আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাচ্চুম, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, মোঃ শরিফ হোসেন খান, আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া, আলমগীর হোসেন রিপন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান প্রমুখ।