প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
২ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে (ভেদুরীয়া বাজার) ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে : রমজান আলী কার্পেট/ইলেকট্রনিক্স প্রোঃ মোঃ শুকুর আলী (ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা), লাকড়ির দোকান মালিক মোঃ ছিডু বকাউল (ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার টাকা), আজমিরী বেকারী প্রোপাইটর আবু সুফিয়ান (ক্ষতির পরিমাণ আনুমানিক ষাট লক্ষ টাকা), আল আমিন স্টোর প্রোঃ মোঃ সাইদুল ইসলাম (ক্ষতির পরিমাণ নগদ ১ লক্ষ টাকাসহ ১১ লক্ষ টাকা), নুরুল ইসলাম (ক্ষতির পরিমাণ নগদ ৩ লক্ষ টাকাসহ ৪৮ লক্ষ টাকা), চায়ের দোকান, মালিক মোঃ শরীফ (ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা)।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বাজারের বাকি দোকান ব্যবসায়ীরা ও আশেপাশে অনেক বাড়িঘর আগুনের থাবা থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।