প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের মধ্য ইচলীতে পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের গুণরাজদী এলাকার বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত তালুকদার মুন্নার সাথে মধ্য ইচলীর বাসিন্দা মৃত জয়নাল আবেদীন রাঢ়ীর ছেলে আবুল বাশার রাঢ়ী, ওমর ফারুক রাঢ়ী, রফিকুল ইসলাম রাঢ়ী, মনিরুল ইসলাম রাঢ়ীর সাথে দীর্ঘদিন ভূমি বা সম্পত্তির ব্যবসা করে আসছে। এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান ইয়াছিন আরাফাত তালুকদার মুন্না ২৪ লক্ষ টাকা পাওনা হয়। এই পাওনা টাকা চাইলে উল্লেখিত ব্যক্তিরা টাকা দেয়ার নামে তাল-বাহানা শুরু করে। এক পর্যায়ে এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। কিন্তু তারা কাউকে তোয়াক্কা করে না। এমনকি গত ১ অক্টোবর সকালে উক্ত পাওনাকৃত টাকা চাইলে উল্লেখিত ব্যক্তিরা মুন্না তালুকদারের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করে। এক পর্যায়ে তিনি সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে আসেন। পরে তাকে উল্লেখিত ব্যক্তিরা পুনরায় প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি চাঁদপুর সদর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইয়াছিন আরাফাত তালুকদার (মুন্না) বলেন, আমি তাদের কাছে আমার পাওনা টাকা চাওয়াতে তারা আমাকে মারধরের চেষ্টা করে। এমনি আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এর পূর্বেও এ বিষয়ে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিকে জানানো হয়েছে। কিন্তু তারা কাউকে তোয়াক্কা করে না। তাই বাধ্য হয়ে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করি।
তবে এ বিষয়ে প্রতিপক্ষ উমর ফারুক গং জানান, মুন্নার সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। এখন একটু সমস্যা হয়েছে। এটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।