প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার আয়োজন
অ্যাড. সাইফুল হত্যাকারীদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম জেলা জজ আদালতের এপিপি অ্যাড. সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর ২০২৪) সকালে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেলা জজ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের এপিপি অ্যাড. আব্দুল কাদের খান। সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইজীবী অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. বাবর বেপারী, ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুরের সেক্রেটারী অ্যাড.
শাহজাহান মিয়া, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. শাহজাহান খান, অ্যাড. হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. জামিল হায়দার বুলবুল, অ্যাড. তৌহিদুল ইসলাম তরুণ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. মামুন মিয়াজি, অ্যাড. মুসলিম, অ্যাড. সফিকুল ইসলাম রনিসহ আইনজীবীরা।