বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষকদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মাননা দেয়া একটি মহতী উদ্যোগ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোনো না কোনো শিক্ষকের কারণে আমি আজ ডাক্তার হতে পেরেছি, আর আপনারাও শিক্ষকসহ অনেক কিছুই হতে পেরেছেন। চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে ৩জন গুণী শিক্ষককে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেয়া একটি মহতী উদ্যোগ। আমাদের এ সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরও অনেক অবদান রয়েছে। তিনি বলেন, আমিও একদিন শিক্ষক ছিলাম, শিক্ষকতা করেছি। তিনি বলেন, এ ক্লাব একটি আন্তর্জাতিক সংগঠন। এরা কারো কাছ থেকে চাঁদা না নিয়ে নিজেদের অর্থে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে। তিনি বলেন, আপনারা শিক্ষকরা হলেন এ সমাজের মানুষ গড়ার কারিগর। আপনারা জনসেবার প্রতীক। শিক্ষার চেয়ে বড় আশীর্বাদ আর কিছু নেই। এ ক্লাবের কার্যক্রম এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তিনি এ ক্লাবের সকলকে বিনা পয়সায় চিকিৎসা দিবেন বলে অনুষ্ঠানে ঘোষণা দেন। এছাড়া ক্লাবের সদস্যদের আত্মীয়-স্বজনকেও চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন।

১৪ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ে সাহিত্য একাডেমি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস পালনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সেক্রেটারী মোসাঃ আফরোজা পারভীনের প্রাণবন্ত সঞ্চালনায় ও ক্লাব সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে কবিতা পাঠ করেন মারিয়া শারমিন মিথিলা। যে তিন জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়েছে, তারা হলেন : পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) কল্পনা সরকার, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম ও ফরিদগঞ্জের ধানুয়া ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক তাছলিমা সুলতানা মুন্নি।

অনুষ্ঠানে ২ জন আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে ক্লাবের ব্যাজ পরিয়ে দেয়া হয়। এরা হলেন : দৈনিক চাঁদপুর প্রবাহের মালিক নিলুফা সরকার এবং চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর স্ত্রী মিসেস রিনা বেগম। এছাড়া অনুষ্ঠানে নিলুফা সরকারের নূতন পুত্রবধূ রুবি আক্তারকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। ৩জন গুণী শিক্ষকের জীবনী পাঠ করেন তাসনুভা রহমান তন্বী, অধ্যাপক ফাহমিদা খানম ও মারিয়া শারমিন মিথিলা। সম্মাননা প্রাপ্ত শিক্ষকদেরকে ফুলের মালা, উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পীযূষের স্বামী, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়